পেকুয়ায় ১৯ কেজি গাঁজা’সহ মাদক কারবারী গ্রেফতার  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজার পেকুয়া থানাধীন টইটং বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১৯ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, র‌্যাব-১৫ কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন টইটং বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে (২১ অক্টোবর)সাড়ে ৫টার দিকে র‌্যাব-১৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে জাফর নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী তার হাতে থাকা ০২টি স্কুল ব্যাগের ভিতর মাদকদ্রব্য গাঁজা মজুদ রয়েছে মর্মে স্বীকার করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা ২টি স্কুল ব্যাগ তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীর জাফর আলম (২৭) সে কক্সবাজারের চকরিয়া থানাধীন উত্তর পাড়া গ্রামের মৃত ইসলাম আহমদ এর ছেলে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার পেকুয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ