বন্দর থানা এলাকা থেকে ৪৬ কেজি গাঁজাসহ আটক-১  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কে মাদক বিরোধী অভিযানে অভিনব কায়দায় কাভার্ডভ্যানে লুকিয়ে রাখা ৪৬ কেজি গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১।

আটককৃত মাদক ব্যবসায়ী- মোঃ নুর ইসলাম (২১) সে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন চন্দ্রদ্বীপ গ্রামের আবুল বাশারের ছেলে।

র‌্যাব-১১ জানায়, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ’এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (১৯ অক্টোবর)রাত ১.৩০ মিনিটের সময় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৬ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ নুর ইসলাম পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের ড্রাইভারের ছদ্মবেশ ধারণ করে কুমিল্লা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।


এই ক্যাটাগরির আরো নিউজ