বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া থানাধীন চৌধুরীপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে খাদ্য অধিদপ্তরের ১১১ বস্তা (৩,৩৩০ কেজি) আতপ চাউল জব্দ করেছে র্যাব-১৫।
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও অভিযান পরিচালনা করে থাকে। একই সাথে বিরাজমান অপরাধ দমনে বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালত এর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য (১৬ অক্টোবর) রাত ১২টা ৪৫ মিনিটের সময় জনাব মোহাম্মদ সালেহ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উখিয়া, কক্সবাজার সহযোগিতায় র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের উখিয়া থানাধীন হলুদিয়া পালং ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বর্ণিত খাদ্য অধিদপ্তরের সর্বমোট ১১১ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৩,৩৩০ কেজি) আতপ চাউল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত চাউলের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এসি ল্যান্ড, উখিয়া এর মাধ্যমে খাদ্য গুদামে জমা করা হয়েছে।