৬টি চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ ৬টি চোরাই ইজিবাইক, ২টা পুরাতন বাইসাইকেল, ১টা মোবাইল সহ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

আটককৃত আসামী- ইব্রাহিম @ রৌদ্র (২২), পিতা- ইসমাইল, সাং- পুলেরহাট, (২) আলামিন (২৪), পিতা- আজিজুল হাওলাদার, সাং- চাচঁড়া রায়পাড়া, (৩) বিদ্যুৎ হোসেন (৩০), পিতা- ফারুক হোসেন, সাং- রেলস্টেশন মোড়, (৪) শহিদুল ইসলাম বাবু (৪২), পিতা মৃত- আবুল কাশেম, সাং- পুলেরহাট তপস্বীডাঙ্গা, সর্বথানা- কোতয়ালী, জেলা- যশোর।

জানা যায়, যশোরের শার্শা থানাধীন রামচন্দ্রপুর গ্রামের মৃত- ইবাদৎ আলী’র ছেলে আকমান আলী (৬০) পেশায় একজন ইজিবাইক চালক। (১২ অক্টোবর) দুপুর ১:১০ মিনিটের সময় আমার ক্রয়কৃত একটি হলুদ রংয়ের বোরাক নামক ইজিবাইকটি যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মাইকপট্টির পাইপ মার্কেটের মোড়ে রেখে মাইকপট্টিস্থ মসজিদে নামাজ পরতে যায় এবং নামাজ শেষে দুপুর অনুমান ১টা ৪৫ মিনিটে ফিরে এসে দেখে ইজিবাইক ঘটনাস্থলে নাই। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় অভিযোগ করে এবং ডিবি যশোরকে অবগত করেন। এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৮, তাং-১৪/১০/২৩ খ্রিঃ, ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু হয়। মামলাটি এসআই সাদ্দাম হোসেন, ডিবি যশোর মামলা তদন্ত করছেন।

এইরূপ ঘটনা একাধিক সংঘটিত হওয়ায় জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশে ওসি ডিবি রুপন কুমার সরকার পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম তদন্তে মাঠে নামে।

এসআই সাদ্দাম হোসেন এর নেতৃত্বে একটি টিম (১৪ অক্টোবর) ২১:১৫ ঘটিকা হতে ১৫/১০/২৩ তারিখ ভোর ৪টা পর্যন্ত যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান করে চক্রের ৪ সদস্যকে আটক করতে সক্ষম হন এবং তাদের দখল হতে ৬টি চোরাই ইজিবাইক, ২টি পুরাতন বাইসাইকেল ও ১টি মোবাইল সেট উদ্ধার করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ