যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের কোতয়ারী থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

আটককৃত আসামী- মোঃ রফিকুল ইসলাম (৫২) সে যশোরের ঝিকরগাছা থানাধীন নাভারণ ঢাকাপাড়া গ্রামের মৃত হাফিজ মোল্লা।

রোববার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সময় ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান, এসআই খান মাইদুল ইসলাম রাজিব, এএসআই মোঃ নাজমুল ইসলাম, এএসআই মোঃ আজাহারুল ইসলাম, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম জেলার কোতয়ালী থানাধীন বেলতললা সাকিনস্থ রিতা ভিলা এর সামনে জনৈক শুকুর আলরি চায়ের দোকানের ভিতর অভিযান পরিচালনাকালে  মোঃ রফিকুল ইসলা’কে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

জব্দকৃত আলামতের মূল্য অনুমান ১,২৮,০০০/-টাকা।

এ সংক্রান্তে এসআই শেখ আবু হাসান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ