যশোরে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী গ্রেফতার  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ রেলগেট পশ্চিমপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

আটককৃত মোসাঃ জোসনা বেগম (৪৪) সে যশোরের কোতয়ালী থানাধীন রেলগেট পশ্চিমপাড়া এলাকার শহিদুল ইসলাম @ ডাক্তার এর স্ত্রী।

শনিবার (১৪ অক্টোবর) ডিবি যশোরের এসআই কাজী আব্দুল মান্নান, এসআই মোঃ সোলায়মান আক্কাস, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দুপুর সাড়ে ১২টার সময় কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ রেলগেট পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈকা মোসাঃ জোসনা বেগমকে (৪৪), স্বামী-শহিদুল ইসলাম ওরফে ডাক্তার এর বসতবাড়ি হইতে তাকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৭৫,০০০/= (পচাত্তর হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ১৩টা মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এ সংক্রান্তে এসআই কাজী আব্দুল মান্নান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ