শিরোনাম:
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বেনাপোলে ভ্রমন কর জালিয়াতিতে সেই শামিম আবারো আটক, জালিয়াতির সরঞ্জাম জব্দ থানায় সেবা প্রত্যাশীদের ভালো আচরণের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে- নবাগত পুলিশ সুপার বেনাপোলে মাদক নির্মূলে পুলিশের অভিযান, গাঁজা সহ আটক-১ ফরিদপুরে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল ফরিদপুরে রাতের আধারে সড়কের গাছ কাটলেন আ’লীগ নেতা, জব্দ করলেন ইউএনও বোয়ালমারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শার্শার অগ্রভুলোটে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, বোমা ও গুলিবর্ষণ,আহত-২ বেনাপোলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুই আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

এম রাসেল সরকার: রাজধানীর ডেমরায় দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক মো. সোহরাওয়ার্দী (৪৩) উপর সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে ডেমরা থানায় একটি মামলা দায়ের হয়েছে ডেমরা থানার মামলা নং-১৭/১০। এ ঘটনায় মো. আনোয়ার হোসেন (২৮) ও মো. আল আমিন (২৭) নামে দুই জনকে আটক করে বৃহস্পতিবার ১২ অক্টোবর বেলা ১১ টায় আদালতে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ।

গত ৩ অক্টোবর রাত সাড়ে ১০ টার দিকে ডেমরা থানাধীন মোঘল নগর চৌদ্দগ্রাম টাওয়ারের পিছনে মনিরের বাসার নিচ তলায় এ ঘটনা ঘটে। এদিকে ভুক্তভোগী সাংবাদিক সোহরাওয়ার্দী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে এ বিষয়ে বুধবার দিনগত রাত ১২ টার দিকে অভিযুক্ত পাঁচ জনসহ অজ্ঞাত ২৫/৩০ জনের বিরুদ্ধে ডেমরা থানায় অভিযোগ করেন।

অভিযুক্তরা হলো -ডেমরা মোঘলনগর এলাকায় বসবাসরত লক্ষীপুর রামগঞ্জ থানার শেফালীপাড়া গ্ৰামের ইদ্রিস মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন (২৮), একই এলাকায় বসবাসরত বারেকের ছেলে মো. আল-আমিন (২৭), রুবেল মিয়া (২৮), সাদ্দাম (২২) ও যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে বসবাসরত সাব্বির হোসেন জয় (২০), এ ঘটনায় সহকর্মী নাজমুল হাসান (৪৯) ও এ.আর হানিফ (৪৫) সোহরাওয়ার্দীকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরও ভয়ভীতি দেখিয়ে একটি রুমে আটকিয়ে রাখে ওই দুর্বৃত্তরা। পাশাপাশি ভুক্তভোগীর সাথে থাকা প্রায় ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

এবিষয়ে ভুক্তভোগী সোহরাওয়ার্দী বলেন, সংবাদ সংগ্রহের জন্য ঘটনার দিন মোগল নগর চৌদ্দগ্রাম টাওয়ারের সামনে একটি বাসায় অভিযুক্তরা আমার উপর অতর্কিত হামলা চালায় ও নগদ ২৭৫০ টাকা নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি তদন্ত মো. ফারুক মোল্লা বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শেষে এ বিষয়ে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ বাকি আসামিরা পলাতক থাকায় তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরো নিউজ