কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অর্ধ লক্ষাধিক ইয়াবাসহ নারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে অর্ধ লক্ষাধিক ইয়াবা উদ্ধারসহ খুরশীদা নামে এক নারী মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।
খুরশিদা (২৯) (এফডিএমএন), স্বামী-ছলিম উল্ল্যা, পিতা-হামিদ হোসেন, ক্যাম্প নং-১/ই, ব্লক-ডি/১১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
র‌্যাব জানায়, র‌্যাব-১৫ কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং ইউনিয়নের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা ক্যাম্প থেকে কুতুপালং বাজারগামী ইটের সলিং রাস্তার উপর একজন মাদক কারবারী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ৮ অক্টোবর ৪টার সময়
র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে খুরশিদা নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ৫০,৭০০ (পঞ্চাশ হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও ধৃত ব্যক্তি তার সাথে থাকা অন্যান্য দুইজন সহযোগীর নাম ও ঠিকানা প্রকাশ করে এবং তারা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। আটককৃত মাদক কারবারী জানায়, সে একজন রোহিঙ্গা নাগরিক এবং দীর্ঘদিন যাবত পলাতক আসামীদ্বয়ের যোগসাজসে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ পথে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে থাকে। তৎপরবর্তীতে রোহিঙ্গা ক্যাম্পে মজুদ করে রাখত এবং খবুই চতুরতার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে স্থানীয় এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল বলে জানায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ