শার্শায় অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী মনিরুল গ্রেফতার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা থানাধীন জামতলা টু বালুন্ডাগামী পাকা রাস্তায় উপর অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও হ্যান্ডকাপ উদ্ধারসহ চিহ্নিত সন্ত্রাসী মনিরুলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মোঃ মনিরুল ইসলাম (৩৬) সে সাতক্ষীরা জেলার সদর থানাধীন রসুলপুর গ্রামের আফতাব সরদারের ছেলে।

জেলা ডিবি জানায়, শনিবার (৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হকদ্বয়ের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম রাত ৯টা ৪০ মিনিটের সময় শার্শা থানাধীন জামতলা টু বালুন্ডাগামী পাকা রাস্তায় টেংরা সাকিনস্থ মাকলার বিল চৌরাস্তার মোড় জামে মসজিদের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হতে ১টি বিদেশি সচল পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১ জোড়া হ্যান্ডকাপ সহ চিহ্নিত সন্ত্রাসী মনিরুলকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ