যশোরে ৮শ পিচ টাপেনটেড ট্যাবলেটসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০১টি সফল অভিযানে ৮০০ পিস মাদক জাতীয় Tapentadol Tablets (টাপেনটেড ট্যাবলেট) সহ একজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

আটককৃত আসামী- মোঃ চঞ্চল হোসেন (২৭) সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন গদখালী গ্রামের আলাউদ্দীন এর ছেলে। সে যশোরের ঝিকরগাছা থানার মুন্সিপাড়া গ্রামের সাদেকের বাড়ীর ভাড়াটিয়া।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ হরিনাদত্ত লেন রোডস্থ নোভা ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর রাত ২টা ২০মিনিটে   অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী চঞ্চল হোসেনকে ৮০০ পিস মাদক জাতীয় Tapentadol Tablets (টাপেনটেড ট্যাবলেট) সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১,৬০,০০০/-টাকা।

এ সংক্রান্তে এসআই মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ