কুমিল্লায় ১১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মধ্যম আশ্রাফপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১১ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১ জানাই, গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের  ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত (২২ সেপ্টেম্বর)রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মধ্যম আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী- কুমিল্লা জেলার বরুড়া থানার ঝিকুটিয়া গ্রামের মোঃ ওহিদ মিয়া এর ছেলে মোঃ জুয়েল (১৯)। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে ঐ রাতেই কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মধ্যম আশ্রাফপুর এলাকার একটি ফ্লাট বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত বাড়িতে অবস্থানরত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল কাফি (৩৫), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং- গঙ্গাচরা, পোঃ গঙ্গাচরা, থানা- গঙ্গাচরা, জেলা-রংপুর র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক আসামী মোঃ আব্দুল কাফি (৩৫) এর ভাড়াকৃত ফ্লাট বাসা তল্লাশী করে ৮১ (একাশি) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে ও পলাতক আসামী মোঃ আব্দুল কাফি দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ