র‌্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজার সদর থানাধীন পশ্চিম টেকপাড়ায় অভিযান পরিচালনা করে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।গ্রেফতারকৃত মাদক কারবারী নুরুল আজিজ (২৭) সে কক্সবাজারের টেকনাফ থানাধীন পানখালী (পনাখালী) গ্রামের  মোস্তফা কামালের ছেলে।

র‌্যাব জানাই, র‌্যাব-১৫, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ০৪নং ওয়ার্ডস্থ পশ্চিম টেকপাড়া এলাকার জনৈক নূর মোহাম্মদ এর নিজ মালিকীয় নুর ভিলার সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বেশ কিছু দিন ধরে হেরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসায়ের সাথে জড়িত এবং অভিনব পদ্ধতি ব্যবহারের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে থাকে।

উদ্ধারকৃত আলামতসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ