রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

অভিযানের এ সময় আটককৃতদের কাছ থেকে ২ হাজার ৪৪২ পিচ ইয়াবা, ২৫০.৪ গ্রাম হেরোইন, ৪ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ১০ পিচ নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ জানান, ডিএমপি পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল ৬টা থেকে একটানা ২৪ ঘন্টা ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ