এমএম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আমগ্রাম এলাকায় টিউবওয়েলের মধ্যে চেতনানাশক ব্যবহারে এক পরিবারের সর্বস্বলুটের খবর জানা গেছে।
সোমবার (১৮ আগষ্ট) পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির প্রধান বয়োবৃদ্ধ অনিল দাস কয়েকদিন ধরে শারিরীক অসুস্থ রয়েছেন। এদিকে দুর্বৃত্তরা গভীররাতে চেতনানাশক ঔষুধ টিউবওয়েল এর মধ্যে মিশিয়ে সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়ে যায়।
রাতের কোনো একসময় সুযোগ বুঝে বাড়ির ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। একপর্যায়ে তারা পরিবারের সদস্যরা যখন ঘুমে অচেতন হয়েছিল এই সুযোগে ঘরে থাকা স্বর্ণের বালা, কানের দুল, চেন ও নগদ টাকা লুটে করে চম্পট দেয়।
মঙ্গলবার সকালে অনিল দাস (৯২) ও তার ছেলে প্রদীপ দাস (৪০) কে অজ্ঞান অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রদীস দাসের ভাই স্ত্রী সোমা দাস বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই ঘুমে বিভোর। এমতাবস্থায় আমি হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে তারা সংখামুক্ত।
বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজ খবর নিয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।
বোয়ালমারী হাসপালের কর্মরত ডাঃ ফাতেমা ইশরাত জাহান বলেন, সকালে অচেতন অবস্থায় ওই রুগীদের হাসপাতালে এনেছিলেন। , তাদের ভর্তি করা হয়েছে বর্তমান রুগী আশংকা মুক্ত।