
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা সহ জাহাঙ্গীর হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৫) সে বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর দক্ষিণ পাড়ার রমজান আলীর ছেলে।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাসেল মিয়া এর দিক নির্দেশনায় এসআই মোঃ মিলন মোল্লা সংগীয় অফিসার ও ফোর্স সহ বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর দক্ষিনপাড়াস্থ ধৃত আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন এর বসত বাড়ীর শয়নকক্ষের চৌকির নীচ হইতে ০১ কেজি গাঁজা সহ ধৃত আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন কে আটক করে থানায় হাজির করে এজাহার দায়ের করেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া বলেন, ১ কেজি গাঁজা সহ জাহাঙ্গীর হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।