ফরিদপুরে বিএনপি নেতাদের মিলনমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ‍রুপাপাত ইউনিয়ন বিএনপি ও যুবদলের আয়োজনে নেতাকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বনমালীপুর বাজারে অনুষ্ঠিত হয় এই মিলনমেলা। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ১ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু। রুপাপাত ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ময়নুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে মিলনমেলায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বিএনপি নেতা মফিজুল কাদের খান মিল্টন, বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন কালা মিয়া, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাজিমুদ্দিন মিয়া মিলু, উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন, শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রইসুল ইসলাম পলাশ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ইউপি সদস্য মো. আবুল হাসান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. রোকনুজ্জামান মিয়া বকুল, উপজেলা জাসাসের সাবেক সভাপতি মো. শাহিন আনোয়ার, যুবদল নেতা কামরুজ্জামান হাসান, মামুন মৃধা মিরাজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ মো. আনিসুরজামান তপু প্রমুখ।

 

রুপাপাত ইউনিয়ন বিএনপির এই মিলনমেলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও সহযোগি অঙ্গসংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেন। মিলনমেলা শেষে নেতাকর্মীদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। বিশাল এই কর্মযজ্ঞের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রুপাপাত ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কালাম মিয়া, সাধারণ সম্পাদক মো. মন্টু মিয়া, রুপাপাত ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. টিটুল মিয়া, সহসভাপতি মো. লিঙ্কন মিয়া, যুবদল নেতা মো. জাহাঙ্গীর মিয়া, বিএনপি নেতা ওলিয়ার রহমান বান্ডিল প্রমুখ।


এই ক্যাটাগরির আরো নিউজ