স্টাফ রিপোর্টারঃ: যশোরের বেনাপোল পৌরসভায় কাগজপুকুর ওয়ার্ডে বিএনপির পার্টি অফিসে হামলা, ভাঙচুর এবং একটি দোকানে অগ্নিসংযোগের ঘটনার অভিযোগ উঠেছে তৃপ্তি গ্রুপের সমর্থকদের বিরুদ্ধে।
এসময় প্রভাব বিস্তারে একাধিক ককটেল বিষ্ফোরন ঘটে। হামলায় তৃপ্তি গ্রুপের সমর্থকদের মারধোরে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি লিটন গ্রুপের ৩ নেতা,কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, শাহিনুর রহমান (শাহিন) – সাধারণ সম্পাদক, কাগজপুকুর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক শাহিনুর রহমান, সিনিয়র সহসভাপতি হাসান ইমাম ও বেনাপোল পৌর বিএনপি কর্মী আলেয়ার আলী,
শার্শা থানা কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম জানান, তারা পার্টি অফিসে বৈঠক করছিলেন। তখন তৃপ্তি গ্রুপের কিছু উশৃঙ্খল লোক এসে তাদের মারধর করে, অফিসে সামনে চায়ের দোকানে অগ্নিসংযোগ করে এবং বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে এলাকা ত্যাগ করে। এতে তাদের তাদের তিন নেতা,কর্মী আহত হয়। এঘটনার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে।
পৌর বিএনপির সহসভাপতি আব্দুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে শার্শার বিএনপির দুই গ্রুপ হাসান জহীর ও তৃপ্তি গ্রুপের সমর্থকদের মধ্যে দ্বন্ধে বোমাবাজি ও মারপিটের ঘটনা ঘটে । সে ঘটনার সাথে বেনাপোলের কাগজপুরের কোন নেতা,কর্মী জড়িত না থাকলেও তৃপ্তি গ্রুপের সদস্য হামলা চালায় ও দলীয় অফিসে তালা মেরে দেয়। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
মানবন্ধনে উপস্থিত ছিলেন,শার্শা থানা কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম,বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, বিএনপির সাধারন সম্পাদক কাসেম আলী,পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দীন, সাধারন সম্পাদক জালাল উদ্দিন, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যাঢের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।