বেনাপোলে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

এস এম মারুফ, নিউজ ডেক্সঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ নুর উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ১৫ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। আটক আসামি নুর উদ্দিন (৩৫) সে পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রামের মোঃ আদম আলীর ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানার একদল চৌকস টিম বেনাপোল বাজার সংলগ্ন ভবের বেড় গ্রামের জনৈক ফল রাজুর বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালালে এসময় ১৫ বোতল নিষিদ্ধ ফেনসিডিল নুর উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেল মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ