কক্সবাজারে অস্থায়ী চেকপোস্ট করে ৪,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার   

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

নিউজ ডেক্সঃ কক্সবাজার সদর থানাধীন জেলগেইট এলাকায় অস্থায়ী চেকপোস্ট করে ৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকারসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একটি প্রাইভেটকার নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট ২০২৪ তারিখ অনুমান ১৬.২৫ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ০১নং ওয়ার্ডের জেল গেইটস্থ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপনপূর্বক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অস্থায়ী চেকপোস্ট পরিচালনাকালে একটি কালো রংয়ের প্রাইভেটকার’কে থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনকভাবে দ্রুত পালানোর চেষ্টার একপর্যায়ে গাড়িতে থাকা দুইজন মাদক কারবারীকে আটক করা হয়। অতঃপর গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুযায়ী উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী করে প্রাইভেটকারের পিছনের বাম পাশের সিটের নিচে নীল রংয়ের পলিথিনে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে সর্বমোট ৪,৮০০ (চার হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকারসহ (যার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-গ-১৭-৬৭৮৯) নগদ ১৫,৪০০/- (পনের হাজার চারশত) টাকা, ০২টি স্মার্ট ও ০১টি বাটন ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো- কক্সবাজারের টেকনাফ থানাধীন ৭নং ওয়ার্ড কচুবুনিয়া গ্রামের মৃত হাকিম আলীর ছেলে বদিউর রহমান (৫৩) ও একই থানাধীন ১নং ওয়ার্ড পাতালিয়া পাড়া গ্রামের আব্দুর রহিম (৩৮)।

উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ