শিরোনাম:
যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতের বৌদ্ধ তীর্থে গেছেন ৭০ জন তীর্থযাত্রী বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে পিস্তলসহ যুবক আটক “গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজে” ভর্তি চলছে! বেনাপোল মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

অন্তঃসত্ত্বাকে ছুরিকাঘাত, নবজাতক ও মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

এম রাসেল সরকার: রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে সীমা আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে হাসপাতালে নেয়া হলে অস্ত্রোপাচারের মাধ্যমে সন্তান জন্ম দেন তিনি।

এরপর মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাতে নবজাতক ও আজ বুধবার (২৮ আগস্ট) বিকেলে ওই নারীর মৃত্যু হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে ওই নারীর ওপর হামলার ঘটনা ঘটে। নিহত নারীর স্বামী জুয়েল জানান, গতকাল মঙ্গলবার রাতে তার শ্বশুরবাড়িতে ধারালো অস্ত্র নিয়ে একজন যুবক প্রবেশ করে। এ সময় ওই যুবক সীমাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।

নিহত নারীর বাবা জানান, এ ঘটনার পর রাতেই সীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সিজারের মাধ্যমে পুত্রসন্তান জন্ম দেয় সীমা। তবে নবজাতকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। পরে চিকিৎসকেরা শিশুটিকে (এনআইসিইউ) তে নেয়ার পরামর্শ দেয়। কিন্তু হাসপাতালে এনআইসিইউ ফাঁকা না থাকায় অন্য হাসপাতালে নেয়ার সময় শিশুটি মারা যায়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ