শিরোনাম:
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বেনাপোলে ভ্রমন কর জালিয়াতিতে সেই শামিম আবারো আটক, জালিয়াতির সরঞ্জাম জব্দ থানায় সেবা প্রত্যাশীদের ভালো আচরণের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে- নবাগত পুলিশ সুপার বেনাপোলে মাদক নির্মূলে পুলিশের অভিযান, গাঁজা সহ আটক-১ ফরিদপুরে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল ফরিদপুরে রাতের আধারে সড়কের গাছ কাটলেন আ’লীগ নেতা, জব্দ করলেন ইউএনও বোয়ালমারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শার্শার অগ্রভুলোটে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, বোমা ও গুলিবর্ষণ,আহত-২ বেনাপোলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে  বিজিবি সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

সমাজের চোখ নিউজ ডেক্সঃ  যশোরের বেনাপোল চেকপোষ্টে  থেকে শাওন ঘোষ নামে বর্ডার গার্ড  বিজিবির এক সদস্যকে ধরে বিজিবির কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।

রোববার (১১ আগস্ট) দুপুর ২ টায় বেনাপোল চেকপোষ্ট প্যাছেঞ্জার টার্মিনাল থেকে তাকে ধরা হয়। বিজিবি ব্যাটালিয়ন থেকে  ছুটি না নিয়ে সে গোঁপনে ভারতে যাচ্ছিল।

আটক বিজিবি সদস্য ঝিনাহদাহের কালিগজ্ঞ উপজেলার খেদাপাড়া গ্রামরে বিধান ঘোষের ছেলে। সে ২১ ব্যাটালিয়ন বিজিবির সদস্য বলে জানা গেছে।

স্থানীয় পরিবহন ব্যবসায়ী জুয়েল জানান, তারা চেকপোষ্টে অবস্থান করছিল। ইমিগ্রেশন পুলিশ অবৈধ ভাবে ভারতে প্রবেশে বাঁধা দিয়ে তাকে ফেরত দেয়। এসময় প্যাছেঞ্জার টার্মিনালের সামনে সন্দেহ ভাজন চলা,ফেরা দেখে স্থানীয় জনতা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মোবাইল চেক করে। প্রথমে সে কৃষক ও পরে ছাত্রদলের কর্মী পরিচয় দেয়। এসময় ফেসবুক ঘেটে দেখা যায় চলমান পেক্ষাপটে  আ,লীগ সরকারের পক্ষে বিভিন্ন স্টাটার্স ও আ,লীগ নেতা, কর্মীদের সাথে তার ছবি তোলা রয়েছে। ধারণা করা হচ্ছে সে এসব ঘটনায় আতঙ্কিত হয়ে গাঁ ঢাকা দিতে  ভারতে  যাচ্ছিল।

আটক বিজিবি সদস্য শাওন ঘোষ প্রাথমিক জিজ্ঞাসায় বিজিবির কাছে জানায়, সে চিকিৎসার জন্য  ভারতে যাচ্ছিল। পুলিশ ও জনতার কাছে সে আতঙ্কিত হয়ে ভুলভাল বলেছে। তবে ছুটি না নিয়ে কেন যাচ্ছে বা মোবাইলে বিতর্কিত  এসব ছবি পোষ্ট করা নিয়ে কোন সদত্তোর দিতে পারেনি এ বিজিবি সদস্য।

এদিকে ভারতে পালানোর পথে আটক হয়েছে এমন খবর শুনে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নুরুজ্জামান লিটন,পৌর বিএনপির সেক্রেটারী আবু তাহের ভারত এবং গণমাধ্যমকর্মীরা ঘটনা স্থলে আসেন। আটক বিজিবি সদস্য ছাত্র আন্দোলনে কোন সহিংসতা বা বর্তমান সরকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত আছে কিনা বিজিবি কাছে তদন্ত সাপেক্ষে খোঁজ নেওয়ার অনুরোধ জানান বিএনপি  নেতারা।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার  মিজানুর রহমান  জানান, জনতা তাকে ধরে বিজিবির হাতে তুলে দিয়েছে। তবে তার সাথে কেউ খারাপ আচারন হয়নি। সে অনিয়ম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। তাকে বিজিবি ব্যাটালিয়নে সোপর্দ করা হয়েছে। তারা বিষয়টি দেখছেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক  জানান, বর্তমান পরিস্থিতিতে মেডিকেল ভিসায় যাতায়াত স্বাভাবিক আছে। ট্যুরিষ্ট ও বিজনেস ভিসা যাচাই বাচাই করে খুব জরুরী হলে তাদের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ, সাম্প্রতি ছাত্র আন্দোলনে সহিংসতার সাথে জড়িত অনেকে সীমান্ত ও ইমিগ্রেশন হয়ে ভারতে আশ্রয়ের জন্য পাল্লাচ্ছে। তবে যাতে কেউ পালাতে না পারে এজন্য ইমিগ্রেশনে পুলিশের পাশাপাশি বিজিবি ও সরকারের বিভিন্ন গোয়ন্দা সংস্থা সীমান্তে নজরদারি জোরদার করেছে। দুদিন আগে ভারতে পালানোর সময়  ছাত্রলীগের সজিব হালদার নামে এক ছাত্রলীগ নেতা আটক হয় বিজিবির  হাতে।


এই ক্যাটাগরির আরো নিউজ