বেনাপোলে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১ মে, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোলে বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো-ব ১২-১৭৬৮) পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে দুই সাইকেল আরোহীকে চাপা দেয়। এঘটনায় মোস্তফা (৪৮) নামে এক সাইকেল আরোহী ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এবং অপর সাইকেল আরোহী আনিসুর রহমান (৩৩) গুরুত্বর আহত অবস্থায় বেনাপোলের ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় বাসটিকে আটক করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

বুধবার (১মে) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল রজনী ক্লিনিকের সামেনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোস্তফা শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের আবুল ঢালীর ছেলে। এবং আহত আনিছুর রহমান একই গ্রামের রেজাউল মুন্সির ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, বিষয়টি হাইওয়ে পুলিশের আওতাধীন বিধায় নাভারণ হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। তবে চালক ও হেলপার আটকে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।


এই ক্যাটাগরির আরো নিউজ