শিরোনাম:
ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ বেনাপোলে কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ সহ মেহেরাব পরিবহন জব্দ  সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা বিক্রমপুর প্রেসক্লাবের কমিটি গঠন

বেনাপোলে থানা পুলিশের অভিযানে ফেনসিডিল-গাঁজাসহ আটক-১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পৌরসভার একাধিক এলাকায় অভিযান চালিয়ে ১২৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও গ্রেফতারি পরোয়ানা মূলে ০১ জন আসামি এবং নিয়মিত মামলার ৮ জন আসামি সহ সর্বমোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

 

আটককৃত আসামী- বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের মৃত নবিছদ্দীনের ছেলে মোঃ সাহেব আলী (৬৫)।

 

থানা পুলিশ জানায়, সোমবার (২৬ ফেব্রুয়ারী) বেনাপোল পোর্ট থানাধীন বড় আচঁড়া গ্রামস্থ বড় আচঁড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১২৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। জব্দকৃত মাদকের মূল্য-২,৫০,০০০ টাকা।

 

এছাড়াও পোর্ট থানাধীন সাদীপুর গ্রামস্থ সাহেব আলী নামে এক মাদক কারবারির বসত বাড়ীর পিছন পার্শ্বে ফাঁকা জায়গা হতে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

 

এই ঘটনায় পৃথক পৃথক দুইটি মাদক রুজু করা হয়।

 

একইদিনে গ্রেফতারি পরোয়ানা মূলে জিআর-৫৮২/১৮ এর আসামী সাদীপুর গ্রামের (মাঠপাড়া)মৃত আঃ রাজ্জাকের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২২) মামলা নং-৩৮, তারিখ-২৬/০২/২০২৪ খ্রিঃ, ধারা-11(3) The Bangladesh Passport Order, 1973 এর এজাহার নামীয় ৮ জন আসামী গ্রেফতার করা হয়।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, মাদকসহ আটক আসামীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ