বেনাপোলে ফেইসবুকে সম্পর্ক করে বিয়ে অতঃপর ৭ মাস পর গৃহবধুর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামে স্বামীর বাড়িতে ঘরের সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে সোনিয়া খাতুন মায়া (২১) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে এ ঘটনাটি ঘটে। সোনিয়া রাঙামাটি জেলার বরকল থানাধীন আমতলী গ্রামের আব্দুল আউয়াল চৌধুরীর মেয়ে এবং বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী।

পরিবারের সূত্রে জানা যায়, গত ৭ মাস আগে ফেইসবুকে প্রেমের সম্পর্ক গড়ে পারিবারিক সম্মতিতে বিয়ে হয় ফেইসবুক যুগল নাজমুল ও সোনিয়ার। বিয়ের কয়েক মাস পরে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে বিদেশে পাড়ি জমায় নাজমুল।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। একইসাথে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে বলেও তিনি জানান।


এই ক্যাটাগরির আরো নিউজ