শিরোনাম:
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বেনাপোলে ভ্রমন কর জালিয়াতিতে সেই শামিম আবারো আটক, জালিয়াতির সরঞ্জাম জব্দ থানায় সেবা প্রত্যাশীদের ভালো আচরণের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে- নবাগত পুলিশ সুপার বেনাপোলে মাদক নির্মূলে পুলিশের অভিযান, গাঁজা সহ আটক-১ ফরিদপুরে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল ফরিদপুরে রাতের আধারে সড়কের গাছ কাটলেন আ’লীগ নেতা, জব্দ করলেন ইউএনও বোয়ালমারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শার্শার অগ্রভুলোটে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, বোমা ও গুলিবর্ষণ,আহত-২ বেনাপোলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

বেনাপোলে তিন অভিযানে হেরোইন, গাঁজা ও ফেনসিডিলসহ আটক-৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে হেরোইন, গাঁজা ও ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

 

পুলিশ জানায়, শনিবার (২৩ ফেব্রুয়ারী) বেনাপোল পোর্ট থানাধীন ৩নং ঘিবা সাকিনস্থ পলাতক আসামী মোঃ বিসে আলী (২৮) এর বসত বাড়ির সামনের গলি রাস্তার উপর হতে উপজেলার শার্শা থানাধীন কুলপালা গ্রামের মোশারেফ হোসেনের ছেলে জাকির হোসেনকে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য ৪০ হাজার টাকা।

 

অপরদিকে বেনাপোল পোর্ট থানাধীন খলশী গ্রামস্থ খলশী বাজার সংলগ্ন ভাটার মোড় নামক স্থানে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ মাদক ৫ বোতল ফেনসিডিলসহ মামুন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। মোঃ আল মামুন (২৫) সে শার্শা থানাধীন অগ্রভূলাট গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে। জব্দকৃত মাদকের মূল্য ১০ হাজার টাকা। এছাড়াও একই দিনে বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামস্থ বেলতলা মোড় পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ পুরিয়া হেরোইন সহ রিয়াজুল নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। রিয়াজুল ইসলাম (৪০) সে সাদীপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত হামিদ মুন্সির ছেলে। জব্দকৃত মাদকের মূল্য ১০ হাজার টাকা।

 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে আজ শনিবার পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলেও তিনি জানান।


এই ক্যাটাগরির আরো নিউজ