রাজবাড়িতে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটককৃত আসামী- মোঃ হুমায়ুন শেখ @ হুমাই (২১) সে রাজবাড়ির গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া সামছু মাষ্টার পাড়া গ্রামের মোঃ হাশেম শেখ এর ছেলে ও একই থানাধীন দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া ৬নং ওয়ার্ডের মৃত শাহাজউদ্দিন ব্যাপারীর ছেলে নজরুল ব্যাপারী (৩২)।

বৃহষ্পতিবার (১৫ ফেব্রুয়ারী) ২৩.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া রেলষ্টেশনের মসজিদের পিছনে সামছু মাষ্টারের পাড়া আসামী মোঃ হুমায়ুন শেখ @ হুমাই (২১)এর বসত বাড়ির উত্তর পাশে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হুমায়ুন শেখ ও নজরুল ব্যাপারী নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ