বিশেষ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানি হতে ৪০ কেজি গাঁজা ও ০১টি পিকআপসহ আমজাদ ও মাহাবুর নামে দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
আটককৃত আসামী- মোঃ আমজাদ হোসেন পারভেজ (৩৫), পিতাঃ মৃত: জয়নাল আবেদীন ভূইয়া, গ্রাম- আকছিনা, থানা- কসবা, জেলা- ব্রাহ্মনবাড়িয়া ও মোঃ মাহাবুর রহমান (২৪), পিতাঃ মোঃ শাহিন মিয়া, গ্রাম- মান্দারপুর, থানাঃ কসবা, জেলা- ব্রাহ্মনবাড়িয়া।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জ, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন তায়েবা রেস্টুরেন্ট এর বিপরীত পার্শ্বে যাত্রী ছাউনির সামনে দুইজন ব্যক্তি একটি পিকআপে করে গোপনে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের আভিযানিক দলটি ঘটনাস্থলে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৪০ কেজি গাজা ও গাজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় উক্ত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।