ছোট ভাই নৌকা, বড় ভাই নোঙরের পক্ষে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

এমএম জামান, ফরিদপুর৷ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাবেক এক ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা নৌকার পক্ষে কাজ করলেও, তার আপন বড় ভাই কাজ করছেন সদ্য গঠিত রাজনৈতিক দল বিএনএমের নোঙর প্রতীকের পক্ষে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং ময়না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিম নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমানের পক্ষে কাজ করছেন। তবে তার বড় ভাই বাদশা মোল্যা নৌকা প্রতীকের বিপক্ষের প্রার্থী বিএনএম-এর নোঙর প্রতীকের দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফরের পক্ষে কাজ করছেন। এনিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নাসির মো. সেলিম গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেও এক পর্যায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান। কিন্তু সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়। পরে পুনরায় দলের স্বার্থ পরিপন্থী কার্যক্রম না করার লিখিত অঙ্গীকারে দল ক্ষমা প্রদর্শন করে।

বড় ভাইর সাথে কেউ নেই বলে ছোট ভাই নাসির মো. সেলিম দাবি করলেও এলাকার লোকেরা তা মানতে নারাজ। স্থানীয়দের দাবি বড় ভাই বাদশা মোল্যারও এলাকায় একটি শক্ত অবস্থান রয়েছে।
দুই ভাইয়ের পরস্পর বিরোধী দুই দলের প্রার্থীর পক্ষে কাজ করার প্রসঙ্গে জানতে চাইলে নাসির মো. সেলিম বলেন, বড় ভাইর সাথে কেউ নেই। এমনকি তার স্ত্রী, ছেলেও নেই। বিডিআরের চাকরি শেষ করে গ্রামে এসে একা একা নোঙরের পক্ষে কাজ করছেন। তার কর্মকান্ডে আওয়ামী লীগের ভোটের মাঠে কোন প্রভাব পড়বে না। তার একমাত্র ছেলে এবং স্ত্রীও নৌকায় ভোট দেবেন।

এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিমের আপন বড় ভাই বাদশা মোল্যার বক্তব্য জানতে তার মোবাইলে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল বলেন, নাসির মো. সেলিমের বড় ভাই বাদশা মোল্যা নোঙর প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছে শুনেছি। বারবার পক্ষ বদলকারী (আওয়ামী লীগের স্থানীয় দুটি গ্রুপ) নাসির মো. সেলিম সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাসির মো. সেলিম মন থেকে আবদুর রহমানের কাজ করছেন কি-না সে ব্যাপারে না জেনে মন্তব্য করা যাবে না।


এই ক্যাটাগরির আরো নিউজ