শিরোনাম:
যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতের বৌদ্ধ তীর্থে গেছেন ৭০ জন তীর্থযাত্রী বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে পিস্তলসহ যুবক আটক “গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজে” ভর্তি চলছে! বেনাপোল মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

মনিরামপুরে অবৈধ অস্ত্র, বোমা বিস্ফোরকসহ গ্রেফতার-৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের মনিরামপুরে অভিযান চালিয়ে ১ টি তাজা বোমা, প্রায় ২ কেজি বিস্ফোরকদ্রব্য ও ১টি ওয়ান সুটারগানসহ ৪জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটককৃত আসামী- অমিতাভ বিশ্বাস (২৩), পিতা- অখিল বিশ্বাস, সাং- ডহরমষিহাটি, থানা- অভয়নগর, ২। প্রতাপ মন্ডল (২১), পিতা- প্রবীর মন্ডল, সাং-মহিষদিয়া, ৩। জাহিদ হাসান (৩৬), পিতা- মসিয়ার গাজী, সাং- নেহালপুর, ৪। প্রান্ত ধর (১৯), পিতা- সুনীল ধর, সাং-মহিষদিয়া, সর্বথানা- মনিরামপুর, সর্বজেলা- যশোর।

জানা যায়, এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম, শফি আহমেদ রিয়েলসহ ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম (৫ ডিসেম্বর) রাতে মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে কথিত চরমপন্থি সংগঠনের ৪ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ১ টি তাজা বোমা, প্রায় ২ কেজি বিস্ফোরকদ্রব্য ও ১টি ওয়ান সুটারগান উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চরমপন্থি সংগঠনের পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাছের ঘের দখলের নিমিত্তে অভয়নগর ও মনিরামপুর থানা এলাকায় বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণসহ নানাবিধ সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। গ্রেফতারকৃত আসামী অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে সুন্দলী ইউনিয়নে উত্তম মেম্বার হত্যা মামলাসহ ২টি অস্ত্র মামলা রয়েছে। বিস্ফোরকদ্রব্য ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে মনিরামপুর থানায় এজাহার দায়ের করলে মনিরামপুর থানার মামলানং-০২, তাং-০৬/১২/২৩ খ্রিঃ, ধারা- বিস্ফোরকদ্রব্য উপাদানাবলী আইন,১৯০৮ এর ৩/৪/৫/৬ ও মনিরামপুর থানার মামলা নং-০৩, তাং-০৬/১২/২৩ খ্রিঃ, ধারা- দি আর্মস্ এ্যাক্টস্, ১৮৭৮ এর ১৯এ। দুটো পৃথক মামলা রুজু হয়।

উদ্ধারকৃত আলামতঃ

১। ১টি সুতলী বোমা। যাহা অবিষ্ফোরিত, অনুমান ১০ ইঞ্চি গোলাকার। ২। ৭৪০ গ্রাম ফসফরাস। ৩। ১২০০ গ্রাম সালফার/নাইট্রেট বোমা তৈরীর বিস্ফোরকদ্রব্য উপাদানাবলী। ৪। ১টি ওয়ান সুটারগান। যাহা বাটসহ লম্বা-০৯ ইঞ্চি, যাহাতে হেমার ও ট্রিগার যুক্ত আছে।


এই ক্যাটাগরির আরো নিউজ