যশোরে মার্কেট নির্মাণে প্রবাসীর নিকট ইমোতে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ  যশোরের নতুনহাট বাজারে মার্কেট নির্মাণে প্রবাসীর মোবাইলের ইমুতে ৫ লাখ টাকা চাঁদাবাজী ঘটনায় এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।

আটককৃত চাঁদাবাজ- আলামিন সরদার গোলাপ (২৯) সে যশোরের কোতয়ালী থানাধীন সুজালপুর জামতলা গ্রামের মকবুল সরদারের ছেলে। সাং- সুজালপুর জামতলা, থানা- কোতয়ালী, জেলা- যশোর।

যশোরের কোতয়ালী ধানাধীন তেঘরিয়া গ্রামের আঃ মালেকের ছেলেজনৈক মেহেদী হাসান (৪০) থানায় লিখিতবাবে জানান যে, তার মামা সাইদ হোসেন মালয়েশিয়া প্রবাসী। তার মামী তেঘরিয়া নতুনহাট বাজারে মার্কেট নির্মান করাকালীন (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার সময় জনৈক চাঁদাবাজ আলামিন সরদার গোলাপ তার ব্যবহৃত Golap Sordar নামের ইমো আইডি হতে তার মামা মালয়েশিয়া প্রবাসী সাইদ হোসেনকে কল দিয়ে মার্কেট নির্মান করতে হলে তাকে ৫ লাখ টাকা দিতে হবে মর্মে চাঁদা দাবি করে। পরবর্তীতে পুনরায় ২২ নভেম্বর রাত অনুমান ১১টার সময় বাদীর মোবাইল নম্বরে অজ্ঞাত মোবাইল নম্বর হতে চাঁদা দাবীপূর্বক খুন জখমের হুমকী প্রদান করে।

এ সংক্রান্ত কোতয়ালী মডেল থানার মামলা নং- ৭৬, তাং- ২৬/১১/২৩ খ্রিঃ, ধারা-৩৮৫/৫০৬ পেনাল কোড রুজু হয়। মামলাটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার এসআই খান মাইদুল ইসলাম রাজিব তদন্ত করছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামী সনাক্ত করেন এবং অবস্থান নিশ্চিত করে আজ সোমবার (২৭ নভেম্বর) সকাল ৯টার সময় কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত আসামী আলামিন সরদার গোলাপ (২৯)’কে কোতয়ালী মডেল থানাধীন পুলেরহাট হতে গ্রেফতার করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ