বেনাপোল সীমান্তে ২২ বোতল বিদেশী মদসহ আটক-১  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২২ বোতল বিদেশী মদসহ আব্দুল বারিক নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আকটকৃত মাদক ব্যবসায়ী- আব্দুল বারিক (২০) সে যশোরের শার্শা থানাধীন অগ্রভুলট গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানায়, রোববার (২৬ নভেম্বর) ১৫:১০ ঘটিকার সময় ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া সাকিনস্থ জনৈক সেলিম এর বাঁশ বাগানের ভিতর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল বারিক’কে ২২ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১ লাখ ১০ হাজার টাকা।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ