যশোরে ৭০ পিস ইয়াবাসহ আটক-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের ষষ্টীতলার পি.টি.আই এর পাকা রাস্তার সামনে মাদক বিরোদী অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।

আটককৃত আসামী- যশোর কোতয়ারী থানাধীন ঝুমঝুমপুর কলোনী এলাকার বাসিন্দা আনসার আলীর ছেলে শাহীন বিশ্বাস (৩২) ও মজু’র ছেলে করিম গাজী (২২)।

ডিবি জানায়, বুধবার (২২ নভেম্বর) সাড়ে ৫টার দিকে ডিবি যশোরের এসআই রাজেশ কুমার দাস, এসআই আরিফুল ইসলামদ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম যশোরের ষষ্টীতলার পি.টি.আই এর পাকা রাস্তার সামনে মাদক বিরোদী অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ শাহিন ও করিম গাজী নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ২১,০০০/= টাকা।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ