বেনাপোলে পুলিশি অভিযানে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

মিলন হোসেন, বেনাপোলঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া এলাকায় মাদক বিরোধী অভিযান ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১০ টার দিকে বড় আঁচড়া এমপি মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে গাঁজা সহ হাতেনাতে আটক করা। আটক মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম (৪১) সে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামের জহর আলী সরদারের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, মাদক বিরোধী অভিযানে দেড় কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, বেনাপোল পোর্ট থানাধীন এলাকা মাদক মুক্ত করতে নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। মাদক নির্মূলে আমরা সর্বদা সজাক।


এই ক্যাটাগরির আরো নিউজ