শিরোনাম:
যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতের বৌদ্ধ তীর্থে গেছেন ৭০ জন তীর্থযাত্রী বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে পিস্তলসহ যুবক আটক “গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজে” ভর্তি চলছে! বেনাপোল মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

বেনাপোল থানা পুলিশের অভিযানে গ্রেফতার-১৩  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের রাতভর অভিযানে ১৩ জন গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীকে গ্রেফতার পুলিশ।

গ্রেফতারকৃত আসামী- পোর্ট থানাধীন কাগজপুকুর (দক্ষিনপাড়া কুলুপাড়া) গ্রামের মৃত ইমাম মোল্লার ছেলে মোঃ রুস্তম মোল্লা (৪৫), নারায়নপুর বিশ্বাসপাড়া গ্রামের মৃত রুস্তোম সরদারের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৫), ভবেরবেড় গ্রামের ওহিদুল ইসলামের ছেলে ইমন হোসেন ৥ রাব্বি (২০),মৃত ধলা মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (৫০), ভবেড়বেড় পশ্চিমপাড়’র মৃঃ আবুল হোসেন  আবুল কালাম এর ছেলে মোঃ বিপ্লব হোসেন, কাগমারী (তনিমা ফিলিং ষ্টেশনের পিছনে) মৃত মন্টু মিয়ার ছেলে মোঃ মাসুদ রানা (২২), সাদিপুর গ্রামের বাগদাপাড়ার মৃত সলেমান মোড়ল মোঃ লিটন হোসেন (৩২), মৃত শামসুজ্জোহার ছেলে মোঃ শাহারুল ইসলাম (৩৫),  সাদিপুর পশ্চিমপাড়ার মোঃ ছব্বত আলীর ছেলে মোঃ মাহবুর রহমান (২০), বড় আচঁড়া গ্রামের মোঃ কিসমত আলী মোড়লের ছেলে মোঃ রিপন মোড়ল(৩২), বড় আচড়া (গেটপাড়া)মৃত খোকা সরদার ৥ খোকনের ছেলে মোঃ শরীফ সরদার ৥ আল শরিফ (২৯), পোড়াবাড়ী (নারায়নপুর কেলেরকান্দা) গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে মোঃ রাশেদ আলী (৪২), ঝিকরগাছা থানাধীন নাভারন আকিজ স্কুলের পার্শ্বে’র এ/পি-বড় আচঁড়া বোটপাড়ার মৃঃ আঃ রব এর ছেলে মোঃ কবির হোসেন (৩২)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে রাতভর অভিযান চালিয়ে জিআর গ্রেফতারী পরোয়না ভূক্ত ১৩ জন আসামী গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ