যশোরে বিএনপির নেতা অমিতের বাড়িতে ককটেল হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ যশোরে বিএনপিন নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত ও তার চাচার বাসভবনে অন্তত ১৫টি ককটেল বোমা হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে যশোর শহরের ঘোপ পিলু খান সড়কস্থ অমিত এর বাসভবনে একের পর এক ককটেল বোমা ছোড়া হয়। এসময় অন্তত ১৫টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বোমার বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অনিন্দ্য ইসলাম অমিতের বড় ভাই শান্তনু ইসলাম সুমিত জানান, রাত ১০টা ৪০ মিনিটের সময় বাড়ির প্রধান ফটকে ও ভেতরে একের পর এক বোমা হামলা শুরু হয়।এসময় হামলাকারীরা তার চাচার বাড়িতেও ককটেল নিক্ষেপ করে। বোমার স্পিন্টার বিদ্যুতের তারে লেগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রাতে এ বোমা হামলায় আতঙ্কিত হয়ে পড়েন দুই পরিবারের সদস্যরাসহ এলাকার মানুষজনও।

এ বিষয়ে যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শহর জুড়ে পূজার আনুষ্ঠানিকতা চলছে। পটকা বাজি ফুটছে। কোথাও কোন বোমা বিস্ফোরণের খবর জানা নেই। তবে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।


এই ক্যাটাগরির আরো নিউজ