ইউপি সদস্য কুপিয়ে হত্যার চেষ্টাকারী দুই ব্যক্তি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের সাফল্য অভিযানে দৌলতদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী খাঁকে কুপিয়ে হত্যার চেষ্টাকারী ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অঅটককৃত আসামী- শান্ত গাজী (১৯), পিতা-মোঃ ফেরদৌস গাজী , গ্রাম- বাহিরচর দৌলতদিয়া, সিদ্দিক কাজীর পাড়া, থানা- গোয়ালন্দ, জেলা –রাজবাড়ী ও মোঃ হারেজ শেখ(৩২), পিতা-মোঃ আকবর শেখ , গ্রাম- উমর আলী মোল্লার পাড়া, এ/পি-গ্রাম- ফেলু মোল্লার পাড়া, থানা- গোয়ালন্দ, জেলা –রাজবাড়ী।

গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত অনুমান ২.৩৫ ঘটিকার সময় দৌলতদিয়া পূর্বপাড়ার (যৌনপল্লী) ভিতর দৌলতদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী খাঁকে ১০/১২ জন দুস্কৃতকারী হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ বিষয়ে আইয়ুব আলী খাঁর ভাতিজা মোঃ জাকির খাঁ বাদী হয়ে এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার মামলা নং-১৩, তারিখ- ১০/১১/২০২৩ খ্রিঃ ধারা-১৪৩/৪৪৮/৩০৭/৩২৬/৩২৪/৩২৩/১১৪/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

মামলা রুজুর পর মামলার তদন্তকারী কর্মকর্তা (১০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আসামী- শান্ত গাজী’কে দৌলতদিয়া টার্মিনাল এলাকা থেকে এবং একই তারিখ রাত ১টা ১৫ মিনিটের সময় পলাতক থাকা অবস্থায় আসামী মোঃ হারেজ শেখ’কে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা হতে গ্রেফতার করেন। আসামী হারেজ শেখ এর বিরুদ্ধে পূর্বের ০১ টি মাদক মামলা রয়েছে।

আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ