যশোরে বিদেশী মদসহ গ্রেফতার-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর এর মাদক বিরোধী অভিযানে ৪ বোতল বিদেশী মদ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

আটককৃত আসামী- গোলাম রব্বানী(৩৬) ও মোঃ শাহিন ফকির(২৯), উভয় পিতা- সাহেব আলী, সাং-শিবপুর, থানা-চিলতমারী, জেলা-বাগেরহাট, এ/পি-শেখহাটি কালিতলা, আব্দুল্লাহ এর বাড়ির ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর।

শুক্রবার (১০ নভেম্বর) মধ্য রাতে ডিবি যশোরের এসআই মোঃ রইচ আহমেদ, এসআই মোঃ ইমদাদুল হক, এএসআই মোঃ শফিউল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানাধীন আরএন রোডে অবস্থিত ইসলামী ব্যাংক লিঃ এর সামনে পাকা রাস্তার উপর হইতে ৪ বোতল বিদেশী মদ সহ গোলাম রব্বানী ও শাহিন ফকির নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মদের মূল্য অনুমান ২০ হাজার টাকা।

এ সংক্রান্তে এসআই মোঃ রইচ আহমেদ বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ