খুলনায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শার্শায় প্রস্তুতি সভা ও র‌্যালী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এবং  আগামী ১৩ ই নভেম্বরে খুলনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষে, ৮৫ যশোর-১ শার্শা আসনে দলীয় নৌকা মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ ফার্মেসী গ্রাজুয়েটস্ এসোসিয়েশন এর যুগ্ম-সাধারণ সম্পাদক, যশোরের শার্শার কৃতি সন্তান নাজমুল হাসানের নেতৃত্বে প্রস্তুতি সভা ও মটরসাইকেল র‌্যালী করেছে শার্শা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎসজিবীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

১০ নভেম্বর ( শুক্রবার ) বিকাল ৪ টার সময় শার্শা থেকে মটরসাইকেল র‌্যালী বের হয়ে বেনাপোল বাজার ঘুরে এসে শার্শা বাজারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামাত-বিএনপি নানা মূখী ষড়যন্ত্র শুরু করেছে। আপনাদের সকলকে এ বিষয়ে সজাক থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনা শার্শা আসনে নৌকা প্রতীক যাকে দিবেন তার সাথে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিজয় ছিনিয়ে এনে আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলের কাছে নৌকা প্রতীকে মূল্যবান ভোট এবং দোয়া সহ সমর্থন প্রার্থনা কামনা করেন।
এ সময় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুজ্জামান বিটন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদল, উপজেলা যুবলীগ নেতা মালেকুজ্জামান সুজন, সাবেক ছাত্রলীগ নেতা  নাভারণ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ফেরদৌস চৌধুরী রাজু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু মিয়া, সদস্য কবির হোসেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগ শার্শা উপজেলা শাখার সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহেদ, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কায়বা ইউনিয়ন পরিষদের মেম্বর আলমগীর কবির বদু, উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, আজিজুর রহমান মেম্বর, যুবলীগ নেতা কমিরুজ্জামান কবির, তোতা, শামিম আহম্মেদ, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান শিপলু, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগ নেতা তরিকুল ইসলাম, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সদস্য মফিজুর রহমান, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জামান, আঃ সালাম, উত্তম কুমার, রিপন, ছাত্রলীগ নেতা ডিকুল, সাজন সানিসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ