নওগাঁর ৬ বিঘা জমির আধপাকা ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে আগাছানাশক প্রয়োগ করে এক কৃষকের ৬ বিঘা জমির আধপাকা ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪ জনকে আসামি করে থানায় মামলা করেছেন কৃষক তোফাজ্জল।

শুক্রবার (৩ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, বদলগাছীর কোমার পুর মাঠের কৃষক তোফাজ্জল এর ‍বিষ প্রয়োগে পুড়ে যাওয়া ৬ বিঘা জমির ধান দেখলে মনে হবে পেকে গেছে। অথচ ধান পাকতে এখনো প্রায় মাস খানেক সময় আছে। আগাছানাশক প্রয়োগের ফলে ধান পরিপক্ব হওয়ার আগেই পুড়ে চিটা হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক তোফাজ্জল জানান, প্রতিবেশী আমানুল্লাহর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল তার। এর জেরে আগেও তার পাট নষ্ট করেছিল। সে ঘটনায় মামলা হলে তাকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়। এবার সে আগাছানাশক দিয়ে ৬ বিঘা জমির আধপাকা ধান পুড়িয়ে দিল। এ ঘটনায় তোফাজ্জল বদলগাছী থানায় আমানুল্লাহসহ ৪ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

মামলায় দাবি করা হয়, তোফাজ্জলের সঙ্গে প্রতিবেশী আমানুল্লাহর জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরেই প্রতিপক্ষরা ধান নষ্ট করতে রাতের আধারে বিষ প্রয়োগ করেছে। এর আগেও তোফাজ্জল পাট লাগিয়েছিল সে পাটও নষ্ট করে আমানুল্লাহর লোকজন। ফসল নষ্টের বিষয় নিয়ে বিগত দিনেও থানায় মামলা করে তোফাজ্জল। সেই মামলা পিবিআইকে তদন্ত দায়িত্ব দেয়া হয়। পিবিআই তদন্তে আমানুল্লাহকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার সুপারিশ করে। সম্প্রতি ঘটনায় বদলগাছী থানায় ধানে বিষ প্রয়োগের বিষয়ে একটি মামলা করেছেন তোফাজ্জল।বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, তোফাজ্জলের অভিযোগ তদন্ত করে প্রকৃত দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ