রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসারের যৌথ অভিযানে বন্দুক-কার্তুজসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজার উখিয়া থানাধীন ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-১৫, এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবি এর যৌথ অভিযানে ১টি একনলা বন্দুক ও ১টি কার্তুজসহ তালিকাভুক্ত একজন আরসা সন্ত্রাসী গ্রেফতার করেছে।

গত ৩০ অক্টোবর অনুমান ৯টা হতে ৩১ অক্টোবর ১২টা ২০ মিনিট পর্যন্ত কক্সবাজার উখিয়া থানাধীন ১৯ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় র‌্যাব-১৫, ৮ এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবি এর যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তালিকাভুক্ত একজন আরসা সন্ত্রাসীকে গ্রেফতার এবং উদ্ধার করা হয় ১টি একনলা বন্দুক ও ১টি কার্তুজ।

গ্রেফতারকৃত আসামীর বিস্তারিত পরিচয় আব্দুল মোতালেব @ হেফজুর রহমান (২৬), পিতা-আব্দুল মালেক, ব্লক-বি/১, ক্যাম্প-১৯ ঘোনারপাড়া, উখিয়া, কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ