শিরোনাম:
ফরিদপুরে কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন ফরিদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আয়োজনে স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ

যশোরে অস্ত্র, বিস্ফোরক সহ ১৬ মামলার আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ যশোর জেলার কোতয়ালী থানাধীন চাঁচড়া এলাকা হতে অস্ত্র, বিস্ফোরক, হত্যা, ডাকাতি ও চাঁদাবাজি সহ ১৬ টি মামলার পলাতক আসামী যশোরের শীর্ষ সন্ত্রাসী কুদরত খান ও তার সহযোগী সম্রাটকে ০১ টি বিদেশী পিস্তল ও ০২ টি ককটেল বোমা সহ গ্রেফতার করেছে র‌্যাব-৬।

সোমবার (৩০ অক্টোবর) রাতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া রায়পাড়া এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী ও নাশকতাকারীরা অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ কুদরত (৩৩), পিতা- মোঃ ফারুক পকেটমার, সাং- চাচড়া রেলগেট (ইসমাইল কলোনী), থানা- কোতয়ালী, জেলা- যশোর ও সম্রাট হোসেন (২৩), পিতা- আঃ আলিম, সাং- চাচড়া রায় পাড়া (ইসমাইল কলোনী), থানা- কোতয়ালী, জেলা- যশোরদ্বয়’কে ০১ টি বিদেশী পিস্তল ও ০২ টি ককটেল বোমা সহ হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা উদ্ধারকৃত অস্ত্র ও ককটেল বোমা নিয়ে উক্ত স্থানে অবস্থান করছিল।

আসামী কুদরত খান যশোরের শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও বিস্ফোরককারী হিসাবে চিহ্নিত। কুদরত খান এর বিরুদ্ধে গত ২০১২ সালের ০৪ এপ্রিল যশোর কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা রুজু হয়। তারপর থেকেই যশোরের চিহ্নিত সন্ত্রাসীদের তালিকায় নাম লেখায় কুদরত খান। এরপর থেকে যশোর শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় ককটেল বোমা ও পেট্রোল বোমা দ্বারা বিস্ফোরণ ঘটিয়ে মারাত্মক ক্ষতি সাধনের অপরাধে তার বিরুদ্ধে ৫ টি বিস্ফোরক মামলা রুজু হয়। এছাড়াও অবৈধ অস্ত্রের মাধ্যমে যশোরসহ মাগুরা ও নড়াইল এলাকায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি সহ বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মের দায়ে হত্যা মামলা ২ টি, অস্ত্র মামলা ৩ টি, হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলা ৫ টি ও অন্যান্য আইনে ১ টি সহ মোট ১৬ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

সে উক্ত মামলা সমূহে জামিনে এসে পুনরায় সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা অব্যাহত রাখে। আসামী সম্রাট হোসেন (২৩) সন্ত্রাসী কুদরতের সহযোগী হিসাবে সন্ত্রাসী কার্যক্রম করে থাকে। তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রমের দায়ে ২টি হত্যা চেষ্টা ও ১ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করত: অস্ত্র আইন তৎসহ বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ