যশোরে বিজিবি অভিযানে ৬ পিস স্বর্ণের বারসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের চৌগাছা থানাধীন লক্ষীপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ০.৭০০ কেজি ওজনের ৬ টি স্বর্ণের বার জব্দসহ নাঈম নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকস টহলদল।

আটককৃত আসামী- মোঃ নাঈম (১৮) সে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানাধীন সিঙ্গাইর গ্রামের উজ্জল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, বৃহষ্পতিবার (২৬ অক্টোবর)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন চোরাকারবারী কপোতাক্ষ নদ ব্যবহার করে বাংলাদেশ হতে স্বর্ণ ভারতে পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকস টহলদল তৎক্ষনাত কপোতাক্ষ নদের তীরে ফাঁদ পেতে থাকে। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে একজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে উক্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেলে টহলদল কর্তৃক তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশীর এক পর্যায়ে উক্ত ব্যক্তির প্যান্টের কোমড়ের ভিতরে সেলাই করা অবস্থায় রক্ষিত ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উক্ত ৬ টি স্বর্ণের বারের সর্বমোট সিজার মূল্য ৭০,০০,০০০/- (সত্তর লক্ষ) টাকা।

যশোর (৪৯ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্তে বিজিবি এর টহল অত্যন্ত জোরদার অবস্থায় রয়েছে, যার কারনে সীমান্তে অজ্ঞাত ও অবৈধ ভাবে চলাচলরত লোকদের চ্যালেঞ্জ করে এই স্বর্ণের বার উদ্ধার করা সম্ভব হয়েছে।

আসামীসহ আটককৃত স্বর্ণ মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে চৌগাছা থানায় এবং স্বর্ণ ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো নিউজ