কুমিল্লার যশপুর এলাকা থেকে ২২০ বোতল ফেনসিডিলসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার যশপুর এলাকা হতে ২২০ বোতল ফেন্সিডিল ও পরিবহনে ব্যবহৃত  একটি পিকআপসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী- কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন একবালিয়া গ্রামের মোঃ বিল্লাল হোসেন এর ছেলে মোঃ শাকিল হোসেন (২৬)।

র‌্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যা্ব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৩ অক্টোবর ২০২৩ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার যশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২২০ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় অবৈধ মাদকদ্রব্য পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপ ব্যবহার করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ