রাজধানীর খিলগাঁওয়ে রিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

এম রাসেল সরকার: রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে জুয়েল রানা (৩৫) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে খিলগাঁও থানার পূর্ব গোঁড়ান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
হাসপাতালে মৃত জুয়েলের বাবা মো. জিলানী জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বাহারখোলা গ্রামে। বর্তমানে খিলগাও পূর্ব গোড়ানের ১০ নম্বর রোডে একটি পাঁচতলা বাসার নিচতলায় ভাড়া থাকেন। জুয়েল পেশায় রিকশা চালক ছিলেন।
তিনি আরও জানান, প্রায় ২৫ দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন জুয়েল। ধারনা করা হচ্ছে, পেট ব্যাথা সহ্য করতে না পেরে ভোরে রুমের বাইরে বেজমেন্টে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে তিনি ফাঁস দিয়েছেন।
খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, খবর পেয়ে সকাল ৭টার দিকে ওই বাসার বেজমেন্ট থেকে জুয়েলে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তিনি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। মরদেহ ময়নতদন্তের ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ