যশোরে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চারিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সরোয়ার নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ডিবি যশোরের এসআই মোঃ নুর ইসলাম, এসআই মোঃ সাদ্দাম হোসেন, এএসআই সৈয়দ শাহিন ফরহাদ, এএসআই মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম সাড়ে ১২টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মতলা সাকিনস্থ কারবালা কবরস্থানের মেইন গেটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সরোয়ার শেখ নামে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামী- মোঃ সরোয়ার শেখ (৫৪) সে নড়াইলের সদর থানাধীন শেখহাটি (শেখপাড়া)’র মোঃ ওমর আলী শেখ এর ছেলে। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৩০ হাজার টাকা।

এ সংক্রান্তে এসআই মোঃ নুর ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ