কুলিয়াপাড়ায় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিরত অবস্থায় ১৩ ডাকাত আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের সদর থানাধীন খুরুশকুলের কুলিয়াপাড়ায় দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিরত অবস্থায় চক্রের ১৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, শনিবার (১৪ অক্টোবর)র‌্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর মডেল থানাধীন খুরুস্কুল ইউনিয়নের খুলিয়াপাড়া এলাকার রুল্লা খালের ব্রীজের রাস্তার পার্শ্বে ফয়জুল্লা মেম্বারের প্রজেক্টে একটি ডাকাত দল দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে রাত অনুমান ৪টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজারের সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত চক্রটি র‌্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ দিক-বিদিক দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে চক্রের ১৩ জন ডাকাতকে র‌্যাব গ্রেফতার করতে সক্ষম হয় এবং চক্রের অজ্ঞাতনামা ৩/৪ জন ডাকাত কৌশলে অন্ধকারে পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ডাকাত চক্রের হেফাজত হতে সর্বমোট ২টি রামদা, ২টি কিরিচ, ২টি ছুরি, ৩টি কাটার, ৬টি স্মার্ট ও ৬টি বাটন ফোন এবং নগদ ৬,৬০০ (ছয় হাজার ছয়শত) টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত চক্রের সদস্যদের বিস্তারিত পরিচয় :

১। শের আলী (৫২), পিতা-মৃত কালা মিয়া, মাতা-মৃত মাবিয়া খাতুন, সাং-খুরুস্কুল খুলিয়াপাড়া, সদর, কক্সবাজার।

২। মোঃ নেজাম (৩২), পিতা-মৃত শামসুল আলম, মাতা-আনোয়ারা বেগম, সাং-রুমালিয়ারছড়া, পিটি স্কুল, সদর, কক্সবাজার।

৩। শামসুল আলম (৪২), পিতা-আব্দুল শুক্কুর, মাতা-দিলদার বেগম, সাং-খুরুস্কুল, খুলিয়াপাড়া, সদর, কক্সবাজার।

৪। চলা রাখাইন (২১), পিতা-মং ডেল, মাতা-ওয়ান শান, সাং-বড় বাজার, পশ্চিম, মাছবাজার, সদর, কক্সবাজার।

৫। মোঃ খালেদ মাহফুজুর রহমান ওয়াহিদ (২৬), পিতা-মৃত মেকানিক নজরুল ইসলাম সিকদার, মাতা-জয়নব আরা বেগম, সাং-সৈকত পাড়া, (নজরুলের বাড়ী), সদর, কক্সবাজার।

৬। মোহাম্মদ আজাদী হাসনাত শাওন (৩২), পিতা-মোঃ আনিছুর রহমান, মাতা-মমতাজ বেগম, সাং-আকবাগসোগা, নতুন বারেন্দা, জেলা-পাবনা।

৭। মোহাম্মদ সোহেল (২১), পিতা-সোনা মিয়া, মাতা-মরিয়ম খাতুন, সাং-সমিতিপাড়া, সোনামিয়ার বাড়ী, সদর, কক্সবাজার।

৮। মোঃ শাহজাহান (২১), পিতা-শফি আলম, মাতা-রেহেনা আক্তার, সাং-দক্ষিন আদর্শগ্রাম, কলাতলী, সদর, কক্সবাজার।

৯। ওয়াহিদ (২১), পিতা-রমিজ আহাম্মদ, মাতা-মমতাজ বেগম, সাং-চাল বাজার, ফুল বাক সড়ক, সদর, কক্সবাজার।

১০। রহিম উল্লাহ (২৯), পিতা-মৃত হাবিবুর রহমান, মাতা-তৈয়বা খাতুন, সাং-মহাজনপাড়া, শফিউল্লাহবাড়ী, হসপিটাল সড়ক, সদর, কক্সবাজার।

১১। মোঃ রুবেল (২১), পিতা-মোঃ সিরাজ, মাতা-রৌশন আরা বেগম, সাং-চরপাড়া প্রধানের ডিল, রুবেলের বাড়ী, নাজিরেরটেক, সদর, কক্সবাজার।

১২। জুয়েল দে (২১), পিতা-রিপন দে, মাতা-মাধুরী দে, সাং-খুরুস্কুল, পূর্ব হামদার ডেল, সদর, কক্সবাজার।

১৩। আশিক উল্লাহ (২০), পিতা-রহমতুল্লাহ, মাতা-লায়লা, সাং-মহেশখালী, পুটিবিলা, মহেশখালী, কক্সবাজার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র্দীঘদিন ধরে অপরাধমূলক নানাবিধ কর্মকান্ডের সহিত জড়িত রয়েছে মর্মে জানা যায়। আরো জানা যায়, চক্রটি একত্রে সমবেত হয়ে পরস্পর জ্ঞাতসারে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ উক্ত স্থানে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছিল। এছাড়াও ইতিপূর্বে চক্রটি কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্র-শস্ত্রের ভয়-প্রীতি প্রদর্শন করে ডাকাতি ও ছিনতাই এর মত নানাবিধ অপরাধ সংঘঠিত করে আসছিল বলে জানা যায়। আটককৃত চক্রটির বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন থানায় অস্ত্র আইন, ডাকাতি প্রস্তুতি, মাদক, চুরিসহ কমপক্ষে ১৩টির অধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা একাধিকবার করে গ্রেফতারও হয়েছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ১৩ জন এবং চক্রের অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।


এই ক্যাটাগরির আরো নিউজ