বেনাপোলে পরিত্যক্ত বোমার বিস্ফোরণে কিশোর আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোর পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামে পরিত্যক্ত বোমার বিস্ফোরণে মুরাদ হোসেন নামে এক কিশোর আহত হয়েছে। আহত কিশোর মুরাদ হোসেন (১৬) সে পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তে বড় আঁচড়া গ্রামে নিজেদের বাড়ির পাশে বেগুন ক্ষেতে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা বলেন, বেগুন ক্ষেতে বিকট শব্দে বোমার আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বোমার আঘাতে মুরাদ হোসেনের চোখ মুখ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। এসময় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন ভুইঁয়া বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত বিস্ফোরণস্থল পরিদর্শন করি সেই সাথে বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা বোমা রেখেছে তা তদন্ত করে দেখা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ