শিরোনাম:
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বেনাপোলে ভ্রমন কর জালিয়াতিতে সেই শামিম আবারো আটক, জালিয়াতির সরঞ্জাম জব্দ থানায় সেবা প্রত্যাশীদের ভালো আচরণের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে- নবাগত পুলিশ সুপার বেনাপোলে মাদক নির্মূলে পুলিশের অভিযান, গাঁজা সহ আটক-১ ফরিদপুরে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল ফরিদপুরে রাতের আধারে সড়কের গাছ কাটলেন আ’লীগ নেতা, জব্দ করলেন ইউএনও বোয়ালমারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শার্শার অগ্রভুলোটে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, বোমা ও গুলিবর্ষণ,আহত-২ বেনাপোলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

সিদ্ধিরগঞ্জে ডাকাতি ও গণধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে ডাকাতি ও গণধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ শিমুল ডাকুয়া ৭২ ঘন্টার মধ্যে আটক করেছে র‌্যাব-১১।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল (১১ অক্টোবর)নারায়ণগঞ্জ জেলার সিদ্ধির থানাধীন মৌচাক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি ও গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ শিমুল ডাকুয়া (২৩)কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধনে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ শিমুল ডাকুয়া ও তার সহযোগীরা মিলে ধর্ষিতা ভিকটিম মোছাঃ আমেনা বেগমের বাড়িতে ডাকাতি করতে যায়। ডাকাতি করা কালীন সময়ে আমেনা বেগম টের পেলে গ্রেফতারকৃত আসমী ও ডাকাত দলের অন্যান্য ২/৩ জন সদস্য জোরপূর্বক ভিকটিম আমেনা বেগমের হাত-পা বেঁধে তার ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করে। গণধর্ষণ শেষে ডাকাত দলের সদস্যরা ভিকটিম আমেনা বেগমকে অচেতন অবস্থায় ফেলে রেখে মালামাল, নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমের ভাষ্যমতে তিনি গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীদের দ্বারা গণধর্ষণের শিকার হলে তিনি নিজেই বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় একটি ডাকাতিসহ গণধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৪/৮১, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৩) ধারা, তারিখ- ০৯/১০/২০২৩ ইং।

অতঃপর র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং ধর্ষতা ভিকটিমের সনাক্তমতে আসামী মোঃ শিমুল ডাকুয়া (২৩), পিতা-আব্দুর রশিদ ডাকুয়া, স্থায়ী সাং- মধ্য কইখালী, থানা-কাঠালিয়া, জেলা- ঝালকাঠি’কে মামলা দায়েরের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মোঃ শিমুল ডাকুয়া’কে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ