বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে সংঘবদ্ধ সক্রিয় চোর চক্রের মূলহোতা অপু দপ্তরীসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত অটোবাইক উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত (৯ অক্টোবর)নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উপরোক্ত সংঘবদ্ধ অপরাধী চক্রের মূলহোতা “অপু দপ্তরী”সহ ৩ জন চুরি চক্রের সক্রিয় সদস্যদেরকে গ্রেফতার করতঃ চোরাইকৃত অটোবাইক উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীরা গাড়ী চোরাই দলের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধভাবে অটোবাইক চুরি করে থাকে। আসামীরা দীর্ঘদিন যাবত মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গা থেকে গাড়ী চোরাই সহ অন্যান্য অপরাধ মূলক কর্মকান্ডের সহিত জড়িত বলে স্বীকার করেন। অতঃপর র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় উক্ত সংঘবদ্ধ চোর চক্রের মূলহোতাসহ ৩ জন সক্রিয় সদস্যদেরকে গ্রেফতারসহ চোরাইকৃত অটোবাইক উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানায় একটি নিয়মিত চুরি মামলা রুজু হয়। যার মামলা নং-০৬, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০, তারিখ-১০/১০/২০২৩ইং।
গ্রেফতারকৃত আসামীদেরকে মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।