খুলনায় ৩৯৪ বোতল ফেনসিডিলসহ মাদককারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ খুলনার রূপসা থানাধীন খানজাহান আলী (রূপসা) সেতু টোল প্লাজার সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল, ১টি মোবাইল ফোন এবং ১টি পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাড-৬।

আটককৃত আসামী- মোঃ জিল্লুর রহমান (২৯) সে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন মোশারফ হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, (২ অক্টোবর)র‌্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে একটি পিকআপ ভ্যান খানজাহান আলী (রূপসা) সেতু টোল প্লাজার দিকে আসিতেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ রাতে খুলনা জেলার রূপসা থানাধীন খানজাহান আলী (রূপসা) সেতু টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে ৩৯৪ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল ফোন এবং ০১টি পিকআপসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ